উভয়েরই ছুটি থাকবে|জি.ও.-তেও পরিস্কার ভাবে উল্লেখ করা হয়েছে যে, স্কুল/মাদ্রাসা গুলি আবার 15-06-2015তে পুনরায় খুলবে | কিন্তু কিছু স্কুল/মাদ্রাসার প্রধান রা মাস্টারমশাই-দিদিমনি-দের জোর করে স্কুলে আসতে বলছেন| তাদের যুক্তি, জি.ও.-তে ক্লাস সাসপেনসানের কথা বলা অাছে|অতএব,ছাত্র-ছাত্রীদের ছুটি,মাস্টারমশাই-দিদিমনি-দের ছুটি নয় |
এই সকল স্কুল/মাদ্রাসার প্রধান রা অাসলে সরকার ও দপ্তরের বিরোধিতা করছেন,সরকারকে বিডম্বনায় ফেলছেন,ছাত্র-ছাত্রীদের স্বাথ হানি করছেন--যাতে পরে সরকার ছুটি এডজাস্ট করতে না পারেন| এখন মাস্টারমশাই-দিদিমনি-দের ছুটি না দিলে, এইদিনগুলি তাদের কাজের দিন বলেই গনণা করা হবে| ফলে তাদের 65 দিন ছুটি দিতে হলে আর কোনো ছুটির দিনকে কাজের দিনে পরিনত করা যাবেনা| তাই এই সকল স্কুল/মাদ্রাসার প্রধান রা আসলে পডাশুনার বিপরীতে কাজ করছেন|আর জি.ও.তে বলা হয়েছে, যে, স্কুল/মাদ্রাসা গুলি আবার 15-06-2015 তে পুনরায় খুলবে| তাই স্কুল/মাদ্রাসা-র তালা খোলাটাও এখন বে-আইনি (এটা বলছি, যেহেতু এরা বেশি আইন-বাজ)| অতএব এখন মাস্টারমশাই-দিদিমনি-দের জোর করে স্কুলে আনলে মাস্টারমশাই-দিদিমনি-রা কেউ স্কুল/মাদ্রাসার ঘরে ঢুকবেন না|পুনরায় ঘরে ঢুকবেন 15-06-2015-তে, বৈধ ভাবে স্কুল/মাদ্রাসা পুনরায় খোলার পর|
আর, এইসব স্কুল/মাদ্রাসার প্রধানদের নাম-ঠিকানার তালিকা আমাকে জানালে আমি-আমার সাধামতো বাাবস্থা নেব | কারন এরা সরকার বিরোধি নরকের কীট|
No comments:
Post a Comment