Friday, September 11, 2015

HINDU PARISHAD active in Bangladesh also! হিন্দু মেয়ে ধর্ষণ আ’লীগের মৌলিক অধিকার: হিন্দু পরিষদ

HINDU PARISHAD active in Bangladesh also!
হিন্দু মেয়ে ধর্ষণ আ'লীগের মৌলিক অধিকার: হিন্দু পরিষদ


স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল বলেছেন, হিন্দুদের বাড়ি দখল আর তাদের মেয়েদের ধর্ষণ করা এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য মৌলিক অধিকার হয়ে গেছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো হিন্দু পরিষদ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।

মনোরঞ্জন ঘোষাল বলেন, নির্যাতনের শিকার হয়েও হিন্দুরা কোনো বিচার পায় না। হিন্দুরা দেশের সসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ও প্রশাসনিক নিরাপত্তা জোরদারের দাবি জানান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর এই কণ্ঠযোদ্ধা।

এসময় তিনি সারাদেশে সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাঙচুর ও নির্যাতনের প্রতিকারে সরকারের কাছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান মনোরঞ্জন ঘোষাল।

জাগো হিন্দু পরিষদের সভাপতি রণজিৎ দাস বলেন, একাত্তরে দেশ স্বাধীনের পর পাকিস্তানী ধ্বংসযজ্ঞ বন্ধ হওয়া কথা ছিল। কিন্তু এখন আবার সেই ধ্বংসযজ্ঞ ফিরে এসেছে। আর তাদের হামলার শিকার হচ্ছে হিন্দুরা।

তিনি বলেন, প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন হচ্ছে। নির্যাতিতদের যারা ওপর মহলের পরিচিত, তারা দৌড়ঝাঁপ করে কিছুটা প্রতিকার পান। বাকিরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ, হিউম্যান রাইটসের আ্যডভোকেট রনবিন্দ ঘোষ, বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হিরেন্দ্রনাথ বিশ্বাস ও সংগঠনের সদস্য শিশির দাস।

 
 
image
 
 
 
 
 
হিন্দু মেয়ে ধর্ষণ আ'লীগের মৌলিক অধিকার: হিন্দু পরিষদ
মনোরঞ্জন ঘোষাল বলেন, নির্যাতনের শিকার হয়েও হিন্দুরা কোনো বিচার পায় না। হিন্দুরা দেশের সসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
Preview by Yahoo
 

__._,_.___
--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: