জামা থেকে খাতা: ভারতীয় সিরিয়াল জ্বরে আক্রান্ত শিশু-কিশোররাও
অনেকের জন্য সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময় কাটানোর উপায় জি বাংলা, স্টারপ্লাস ও স্টার জলসায় দেখানো বিভিন্ন সিরিয়াল। নারীরা এসব চ্যানেলের প্রধান ভেক্তা হয়ে উঠেছেন। অভিযোগ রয়েছে ভারতীয় বাংলার এসব ধারাবাহিকের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় পরিবারে। এসব চ্যানেল বন্ধে হাইকোর্টে রুলও দেওয়া হয়েছে। তবু কমছে না দাপট। এ জন্য সচেতনতামূলক উদ্যোগ ও বিনোদনের অভাবকে দায়ী করছেন সমাজ ও মনোবিজ্ঞানীরা।তারা বলছেন, এসব চ্যানেলে দেখানো অতিরঞ্জিত সিরিয়াল নারীদের প্রতি বিরূপ মনোভাব তৈরি করছে। পরের প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাবও পড়ছে। এসব ধারাবাহিকে দেখানো পারিবারিক কাহিনী শিশুর কাছে সামাজিক প্রতিষ্ঠানের মূল্যকে অগুরুত্বপূর্ণ করে তুলছে। এতে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
__._,_.___
Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!
No comments:
Post a Comment