রাষ্ট্রের ভেতর এ আবার কোন সেনাবাহিনী ?
নয়ন চ্যাটার্জি

গতকাল বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর সাথে বন্ধুক যুদ্ধে ৫ জন উপজাতি সন্ত্রাসী নিহত হয়েছে (http://goo.gl/H8juAS)। কিন্তু সমস্যা সেটা নয়, সমস্যা হচ্ছে-
১) নিহতের প্রত্যেকের শরীরে ছিলো সেনাপোষাক,
২) তাদের সাথে ছিলো ভারি বিদেশী যুদ্ধাস্ত্র,
৩) এবং তাদের মৃত্যুর পর দৈনিক প্রথম আলো শুরু করেছে 'আদিবাসী নিহত' নামক মায়াকান্না (http://goo.gl/z9Ifvk)।
২) তাদের সাথে ছিলো ভারি বিদেশী যুদ্ধাস্ত্র,
৩) এবং তাদের মৃত্যুর পর দৈনিক প্রথম আলো শুরু করেছে 'আদিবাসী নিহত' নামক মায়াকান্না (http://goo.gl/z9Ifvk)।
এটা সবাই জানে, সন্তু লারমার বাহিনী বাংলাদেশের পার্বত্য অঞ্চলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তারা তিন পার্বত্য জেলাকে নিয়ে ভিন্নরাষ্ট্র 'জুম্মল্যান্ড' গড়তে চায়, এক্ষেত্রে তাদের সহায়তা দিচ্ছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকাসহ তাবত বিশ্ব সন্ত্রাসীরা, আর তাদের এদেশীয় এজেন্ট (সিএইচটি কমিশন) হিসেবে কাজ করছে (http://goo.gl/KPAUqo)
১) সুলতানা কামাল চক্রবর্তী (সুফিয়া কামালের মেয়ে)
২) ব্যারিস্টার সারা হোসেন (ড. কামালের মেয়ে)
৩) ড. জাফর ইকবাল (শিক্ষক)
৪) ইয়াসমিন হক (জাফর ইকবালের স্ত্রী)
৫) ইফতেখারুজ্জামান (টিআইবি)
৬) খুশি কবির (চাকমা রাজাকার ত্রিদিব রায়ের আত্মীয়, https://goo.gl/HBORKf)
১) সুলতানা কামাল চক্রবর্তী (সুফিয়া কামালের মেয়ে)
২) ব্যারিস্টার সারা হোসেন (ড. কামালের মেয়ে)
৩) ড. জাফর ইকবাল (শিক্ষক)
৪) ইয়াসমিন হক (জাফর ইকবালের স্ত্রী)
৫) ইফতেখারুজ্জামান (টিআইবি)
৬) খুশি কবির (চাকমা রাজাকার ত্রিদিব রায়ের আত্মীয়, https://goo.gl/HBORKf)
এবং এদের সবার মিডিয়া সাপোটিং এর দায়িত্ব হচ্ছে ট্রান্সকম গ্রুপের প্রথম আলো ও ডেইলি স্টারের।
বাংলাদেশ স্বাধীনতা ও স্বার্বভৌম বিরোধী এক গভীর ষড়যন্ত্র হচ্ছে, উপজাতি সন্ত্রাসীদের যুদ্ধাংদেহী অবস্থা তার প্রমাণ।
__._,_.___
Posted by: Raza Mia <razamia1971@yahoo.com>
Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!
No comments:
Post a Comment