রাজা = ওহে শিক্ষামন্ত্রী, যুবরাজ কিন্তু দিচ্ছেন এবার টেট!
শিক্ষামন্ত্রী = মহারাজ ১১ অক্টোবর ঠিক হয়েছে ডেট।
রাজ = তা কতো যেন চলেছে সরকারী রেট!
শিক্ষামন্ত্রী = আজ্ঞে ১২ লাখেই হচ্ছে সব সেট।
বিদুষক = ত্রিফলা সারদা সিন্ডিকেট, এতো খেয়েও রানীর এখনও ভরেনি পেট!
রাজা = তা যুবরাজের জন্যও টাকা দিতে হবে নাকি!
শিক্ষামন্ত্রী = মহারাজ রানীর নির্দেশ, কেউ যেন না দেয় ফাঁকি।
রাজা = ৪ তারিখ পরীক্ষা হবে ঘোষণা করলে কেন হেঁকে!
শিক্ষামন্ত্রী = মহারাজ লগ্ন ঠিক হয়নি তখন পঞ্জিকা দেখে।
রাজা = ১১ তারিখেও তো আছে ডব্লিউ বি সি এস!
শিক্ষামন্ত্রী = বলেন কি! আবার খাবো কেস!
বিদুষক = মহারাজ ২০১৫ পেরিয়ে গেলেই সেন্ট্রালের ছাড় শেষ।
রাজা = গবেষককে দেখি না যে! তলব করেছি তবুও আসেনি সে!
বিদুষক = আজ্ঞে তিনি গবেষণাগারে, নতুন প্রশ্ন তৈরির দায়িত্ব রানী দিয়েছেন তারে।
রাজা = কোনো অজুহাত নাই, পত্রপাঠ চলে আসা চাই!
বিদুষক = মহারাজ ডাকতে গেলেই বলে, সবুরে মেওয়া ফলে!
রাজা = এসো গবেষক এসো, কি সৌজন্য! এই ঘাসফুল কি আমার জন্য!
গবেষক = মহারাজ এটা নগন্য, আপনি রাজধীরাজ তাই নিবেদিত প্রাণ আপনার জন্য।
রাজা = তা শুনলাম টেটের প্রশ্ন তৈরীতে তুমি খুব ব্যস্ত!
গবেষক = মহারাজ পরীক্ষা হবে মস্ত, প্রশ্ন করেছি জবরদস্ত।
রাজা = তা প্রশ্নের মান কি হয়েছে কি যথার্থ! পুনরায় ছাপাতে ব্যয় হয়েছে রাজকোষের প্রচুর অর্থ।
গবেষক = মালদা বিখ্যাত কিসের জন্য?
রাজা = এ তো সবাই জানে, আমের জন্য।
গবেষক = মোটেই না, মোটেই না। কেন্দ্রীয় রিপোর্ট বলছে নারী পাচারের জন্য।
রাজা = ও তাই বটে! এতো বুদ্ধি তোমার ঘটে!
গবেষক = মহারাজ আরও আছে বাকী, শুনবেন নাকি!
রাজা = তা বল শুনি!
বিদুষক = মহারাজ, আপনি কটার উত্তর দিতে পারেন, আমি গুনি!
গবেষক = রাজা রামমোহন ছিলেন কার সদস্য?
রাজা = কি যেন নাম! ব্রাহ্মসমাজ না ব্রাহ্মসভা!
গবেষক = মোটেই না মহারাজ, ওটা বিধানসভা।
রাজা = বেশ বেশ! ব্যাটা গবেষক তুমিও খাবে কেস!
গবেষক = নারীর জীবনে পরিবর্তন এনেছে কি?
রাজা = এটা আমি জানি, কন্যাশ্রী।
ঠিক কিনা !!!!!
পরিষদ = ঠিক ঠিক ঠিক
গবেষক = মুক্তধারা লেখার কি ছিলো প্রেরণা?
রাজা = আমি সাহিত্য বুঝিনা, তাই এটার উত্তর জানিনা।
গবেষক = মহারাজ এ তো সহজ উত্তর, ঝর্না।
রাজা = ব্যাটা গবেষক, তুমি রাজ সভায় প্রশ্ন করছো ফাঁস!
বিদুষক = মহারাজ, রানী জানলে কিন্তু মগজ ধোলাই এর পরিবর্তে দেবে আছোলা বাঁশ।
No comments:
Post a Comment