Sunday, August 2, 2015

দেখ কান্ড! একটা ধর্ষক, প্রতারক,নারী পাচারকারী কিনা ফেমাস সেন্ট। হ্যাঁ, বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন রাজস্থানের চাড্ডী সরকার ক্লাস থ্রী এর সিলেবাসে এমনটাই পড়াচ্ছে।


 
Santanu Bhattacharya
August 2 at 12:15pm
 
দেখ কান্ড! একটা ধর্ষক, প্রতারক,নারী পাচারকারী কিনা ফেমাস সেন্ট। হ্যাঁ, বসুন্ধরা রাজের নেতৃত্বাধীন রাজস্থানের চাড্ডী সরকার ক্লাস থ্রী এর সিলেবাসে এমনটাই পড়াচ্ছে। 

চাড্ডীদের উদ্দ্যেশ্য খুব পরিস্কার।এসব পড়িয়ে রেপিস্ট বানাও আর রেপকে আইনসিদ্ধ কর। এর বাইরে আর কিছু হতে পারে বলে মনে হচ্ছে না। সৎ উদ্দ্যেশ্য থাকলে কেউ ওরকম একটা জানোয়ার কে ফেমাস সেন্ট হিসেবে কেউ বাচ্চাদের পাঠ্যসুচী তে অন্তর্ভুক্ত করে না। অবশ্য এ আর নতুন কি, একপিস রেপিস্ট তো মোদীর মন্ত্রীসভা আলো করে বসেই আছে।


http://www.india.com/news/india/asaram-bapu-listed-among-countrys-famous-saints-in-class-3-rajasthan-textbook-487409/
--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: