Thursday, June 11, 2015

শ্বাস: হওয়া আর অক্সিজেন

শ্বাস: হওয়া আর অক্সিজেন

|| শমীক চৌধুরী ||

(C)Image:ছবি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কটি দীর্ঘ শ্বাসে কতটা হওয়া থাকে ?

বা একটা দীর্ঘ নিঃশ্বাসে !
মেপে তা কেউ দেখে না
শুধু নাড়ি দেখে হাসপাতালে।
কম বেশি হলো কিনা অক্সিজেন -
বেশি জ্ঞানীরা মাথা ঘামান।
কমাতে হবে শ্বাস -প্রশ্বাস...


গুনে গুনে এবার শ্বাস ফেলা।

No comments: