Saturday, June 6, 2015

৪৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভারতের বেসরকারি দুই কোম্পানি আদানি পাওয়ার ও রিলায়েন্স পাওয়ার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ),আমরা এখন একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আমরা এখন একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আমরা এখন সকলেই একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি -দেশের বিদ্যুৎ খাতে ভারতীয় কোম্পানিগুলোর বিনিয়োগের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
৪৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভারতের বেসরকারি দুই কোম্পানি আদানি পাওয়ার ও রিলায়েন্স পাওয়ার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শনিবার সাড়ে ১১টায় রাজধানীর বিদ্যুৎ ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা চুক্তি আদানি গ্রুপ ১৬০০ মেগাওয়াট ও রিলায়েন্স গ্রুপ ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্র স্থাপন করবে।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (ডিপিডিবি) পক্ষে কোম্পানি সচিব জহিরুল হক এবং ভারতের আদানি গ্রুপের পক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিনায়েত এস গায়েন ও রিলায়েন্স গ্রুপের পক্ষে এর ভাইস চেয়ারম্যান সমীর গুপ্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী আদানী মহেশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলেও রিলায়েন্সের এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
অনুষ্ঠানে উন্নয়নের প্রধান সোপান বিদ্যুৎ ঘাটতি রোধে মহাপরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে জানিয়ে প্রতমন্ত্রী নসরুল হামিদ বলেন, শুধু ভারত নয়, বিভিন্ন দেশ থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, 'আমরা মালয়েশিয়ার সঙ্গে চুক্তি সই করেছি। এর আগে চীনের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছি যেটা চীনের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার তথা যৌথ প্রকল্প হবে।'
এ বিষয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, 'সিঙ্গাপুরের সরকারের সঙ্গেও আমাদের একটি চুক্তি সই হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে এসেছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য।'
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বরেন, 'গত ৪০ বছরে যে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে একটি সীমানা রেখা ছিল, আমি মনে করি সেটাও ধীরে ধীরে আজকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হতে যাচ্ছে। আমরা এখন সকলেই একই রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি।'

http://www.mzamin.com/details.php?mzamin=Nzg0MzE=&s=MQ==

http://www.amardeshonline.com/pages/details/2015/06/07/287368#.VXOzj1Jc2OA

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=oyHrdvKWroo

__._,_.___

No comments: