Tuesday, July 21, 2015

টেস্টে বাংলাদেশের সবচেয়ে রৌদ্রোজ্জ্বল দিন! টানা তিন দিনের বিরামহীন বৃষ্টি। অথচ আজ চট্টগ্রামে একেবারেই বৃষ্টি নেই! অবশ্য মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলল। আজ সবুজ মাঠে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা! কখনো মেঘ জিতল, কখনো রোদ। তবে এ নিয়ে কোনো সংশয় নেই, শ্রাবণের মেঘলা...

টেস্টের প্রথম দিনে ৮০ ওভারে শেষেই বাংলাদেশ অধিনায়ক নতুন বল চাইছেন, এটাও তো অনেকটাই অচেনা অভিজ্ঞতা! টেস্টের প্রথম দিন শেষে এত তৃপ্তির ঘুম খুব কমই ঘুমিয়েছেন বাংলাদেশের আর কোনো অধিনায়ক, আজ মুশফিকের জন্য যে ঘুমটা বরাদ্দ রইল। তাতে একটা সুখস্বপ্ন তিনি দেখতেই পারেন—প্রোটিয়াদের বিপক্ষে দারুণ একটা লিড!

টানা তিন দিনের বিরামহীন বৃষ্টি। অথচ আজ চট্টগ্রামে একেবারেই বৃষ্টি নেই! অবশ্য মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলল। আজ সবুজ মাঠে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা! কখনো মেঘ জিতল, কখনো রোদ। তবে এ নিয়ে কোনো সংশয় নেই, শ্রাবণের মেঘলা...

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: