Tuesday, August 19, 2014

ধস নামল ইএম বাইপাসে, তীব্র যানজটে নাকাল শহরবাসী,কলকাতায় তৈরি হবে যৌথ বাণিজ্যকেন্দ্র, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধস নামল ইএম বাইপাসে, তীব্র যানজটে নাকাল শহরবাসী


ধস নামল ইএম বাইপাসে, তীব্র যানজটে নাকাল শহরবাসী
কলকাতা: ধস নামল ইএম বাইপাসে। আজ সকাল সাড়ে নটা নাগাদ আচমকাই রুবি হাসপাতালের কাছে বাইপাসের রাস্তার বেশ খানিকটা অংশ ধসে গর্ত তৈরি হয় রাস্তার মাঝে।  ধসের জেরে বাইপাসে তীব্র যানজট তৈরি হয়। এর প্রভাব পড়েছে শহরজুড়ে। যানজটে নাকাল হচ্ছেন মানুষজন।
রুবি থেকে সায়েন্স সিটি পর্যন্ত বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।  পরে মাটি দিয়ে গর্ত বুজিয়ে দেওয়ার পর ধীর গতিতে যান চলাচল শুরু হয়েছে বাইপাসে। আপাতত ইএম বাইপাস এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক কন্ট্রোল। গন্তব্যে পৌছতে অন্যান্য কানেক্টরগুলি ব্যবহার করতে বলা হচ্ছে।

কলকাতায় তৈরি হবে যৌথ বাণিজ্যকেন্দ্র, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর


কলকাতায় তৈরি হবে যৌথ বাণিজ্যকেন্দ্র, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর
ব্যুরো: কলকাতায় তৈরি হবে যৌথ বাণিজ্যকেন্দ্র। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে রাজারহাটের ফিনান্সিয়াল হাবে বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস শিল্পে জমি সমস্যা হবে না।   
সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনেই, সে দেশের প্রধানমন্ত্রী  লি সিয়েন লুংয়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। প্রায় চল্লিশ মিনিট চলে আলোচনা। দুদেশের বাণিজ্যিক সম্পর্কে পশ্চিমবঙ্গকে যাতে অগ্রাধিকার দেওয়া হয়, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কাছে সেই আহ্বানই জানান মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত হয়, কলকাতায় একটি বাণিজ্য কেন্দ্র গড়বে সিঙ্গাপুর সরকার।আঠারো মাসেই সম্পূর্ণ হবে সেই বিজনেস সেন্টার তৈরির কাজ।
 ইতিমধ্যেই রাজ্যে বিনিয়োগ করেছে সিঙ্গাপুরের সংস্থা চাঙ্গি। পশ্চিমবঙ্গে বিনিয়োগের অ্যাডভান্টেজ লি সিয়েন লুংয়ের কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজারহাটের ফিনান্সিয়াল হাবে সিঙ্গাপুরের সংস্থাগুলিকে বিনিয়োগে উত্সাহ দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস রাজ্যে বিনিয়োগে জমি কোনও সমস্যা হবে না।
সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনে আজ ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বন্দরে যাওয়ার কথা তাঁর। সিঙ্গাপুর পোর্ট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সরকারি আমলা ও রাজ্যের শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
কাল ইন্ডিয়া-সিঙ্গাপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে শিল্প সম্মেলনে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠককে  সম্মেলনের প্রস্তুতি হিসাবেই দেখছে শিল্পমহল। চাঙ্গি শিল্পগোষ্ঠীর দেওয়া নৈশভোজেও আজ অংশ নেবেন মুখ্যমন্ত্রী।    সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনে আজ ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বন্দরে যাওয়ার কথা তাঁর। সিঙ্গাপুর পোর্ট ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সরকারি আমলা ও রাজ্যের শিল্পমহলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
কাল ইন্ডিয়া-সিঙ্গাপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে শিল্প সম্মেলনে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠককে  সম্মেলনের প্রস্তুতি হিসাবেই দেখছে শিল্পমহল। চাঙ্গি শিল্পগোষ্ঠীর দেওয়া নৈশভোজেও আজ অংশ নেবেন মুখ্যমন্ত্রী।  

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে মমতা, রাজ্যে জমি সমস্যা নেই

সিঙ্গাপুর: আজ সকালে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের বাসভবনেই আধঘণ্টা চলে বৈঠক৷ সূত্রের খবর, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মমতার কাছে জানতে চান, পশ্চিমবঙ্গে শিল্পের জন্য জমির সমস্যা রয়েছে কিনা৷ উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, এরকম কোনও সমস্যা নেই৷ সরকার ল্যান্ডব্যাঙ্ক তৈরি করেছে৷ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী তখন জানতে চান, ল্যান্ডব্যাঙ্ক কী? মমতা তখন তাঁকে জানান, ল্যান্ডব্যাঙ্ক হল রাজ্যের হাতে অধিগৃহীত জমি৷ সূত্রের খবর, সিঙ্গাপুরের নামী শিল্পগোষ্ঠীগুলিকে বাংলায় বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে কলকাতায় বাংলা-সিঙ্গাপুর বাণিজ্যকেন্দ্র গড়ে তোলার ব্যাপারেও আশাবাদী মমতা৷ এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিল্পমন্ত্রী এবং কয়েকজন সচিব৷

অভিযোগ ভিত্তিহীন, মুক্তি পেলেন চানু

19 Aug 2014, 18:26
অভিযোগ ভিত্তিহীন, মুক্তি পেলেন চানু মঙ্গলবার মণিপুরের এক দায়রা আদালতের রায়ে আত্মহত্যার অভিযোগ থেকে রেহাই পেলেন ইরম শর্মিলা চানু। চানুর আইনজীবী মণি খাইদেম জানিয়েছেন, উপযুক্ত প্রমাণের অভাবে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫+ না-হলে আর নয় সিগারেট!

19 Aug 2014, 17:07
এবার থেকে তামাক সেবনের বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২৫ বছর করার কথা চিন্তা করা হচ্ছে । অর্থাত্‍‌ ২৫বছরের কমবয়সীরা আর তামাক সেবন করতে পারবেন না।

রাজধানী এক্সপ্রেসে কিশোরীর শ্লীলতাহানি, গ্রেপ্তার জওয়ান

19 Aug 2014, 18:55
ফের চলন্ত ট্রেনে শ্লীলতাহানির ঘটনা ঘটল। কিশোরীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেসে।

শীর্ষ খবর

  • ওজন কমানোর সহজপাঠ
  • মনন চর্চায় দুই প্রাক্তনীর দু'কোটি আইআইটি-কে

    মনন চর্চায় দুই প্রাক্তনীর দু'কোটি আইআইটি-কে

    |গত ৬৩ বছর ধরে নানা ভাবেই প্রতিষ্ঠা দিবস পালন করছে আইআইটি খড়গপুর৷ কিন্ত্ত এ বারের উত্‍সবটা সত্যিই অন্যরকম৷ আর তা আবার প্রতিষ্ঠানের তিন প্রাক্তনীর সৌজন্যে৷ তাঁদের মধ্যে দু’জন প্রতিষ্ঠানের জন্য দিলেন ২ কোটি টাকা আর অন্য জন গাঁটছড়া বাঁধলেন আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে৷ তাই অন্য সব বছরকে ছাপিয়ে গেল এ বছরের সেলিব্রেশন৷
    পুলিশকে হুঁশিয়ারি অশোক অনুগামীদের

    পুলিশকে হুঁশিয়ারি অশোক অনুগামীদের

    |বড় ধরনের অশান্তির সম্ভাবনা ক্রমেই প্রবল হচ্ছে বীরভূমের খয়রাশোলে৷ তৃণমূল নেতা অশোক মুখোপাধ্যায়ের খুনের ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ কাউকে গ্রেপ্তার না করলে থানা ঘেরাও-সহ নানা আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁর অনুগামীরা৷
    বনগাঁ সীমান্তে পাঁচিল তুলছে বাংলাদেশ

    বনগাঁ সীমান্তে পাঁচিল তুলছে বাংলাদেশ

    |ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত লাগোয়া বাংলাদেশের সীমানা এলাকার মধ্যে সদ্য নির্মিত একটি কংক্রিটের পাচিল নিয়ে আপত্তি তুলল কেন্দ্রীয় সরকার৷ আন্তর্জাতিক সীমান্ত রেখা লাগোয়া এলাকায় এমন কোনও রকম নির্মাণ করা যায় না, যা দৃশ্যপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে৷

    স্নাতক হতেই হবে কলেজ পরিচালন কমিটির সদস্যদের

    |রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজে পরিচালন সমিতির মনোনীত সদস্যদের যোগ্যতা বেঁধে দিচ্ছে উচ্চশিক্ষা দপ্তর৷ রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের চার প্রতিনিধির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতেই হবে৷
    ধর্ষণ করে খুনের নালিশ কাঁথিতে

    ধর্ষণ করে খুনের নালিশ কাঁথিতে

    |উত্তরপ্রদেশের বদায়ুনের ছায়া বাংলার কাঁথিতে৷ ঘরছাড়া সিপিএম কর্মীর স্ত্রীকে গণধর্ষণ করে খুনের পর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি-সহ ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মৃতার স্বামী৷
    পাসপোর্টে অনলাইন পুলিশ ভেরিফিকেশন চাইছে রাজ্য

    পাসপোর্টে অনলাইন পুলিশ ভেরিফিকেশন চাইছে রাজ্য

    |পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন নিয়ে অযথা হয়রানি বন্ধ করতে কয়েক মাসের মধ্যেই অনলাইন ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার৷ সোমবার এমনই আশ্বাস দিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷
    আমতায় অর্ধনগ্ন দেহ উদ্ধার

    আমতায় অর্ধনগ্ন দেহ উদ্ধার

    |আমতার শেরপুরে একটি বেসরকারি কলেজ লাগোয়া ঝোপে এক কিশোরীর অর্ধনগ্ন মৃতদেহ মিলল সোমবার সকালে৷ রাত পর্যন্ত পুলিশ কিশোরীর পরিচয় জানাতে পারেনি৷
    ফের কলেজে টিএমসিপির গোষ্ঠী লড়াই

    ফের কলেজে টিএমসিপির গোষ্ঠী লড়াই

    |সোমবার রিষড়ার বিধানচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলকে কেন্দ্র করে মারামারি হয়৷ তাতে এক জন জখম হয়েছেন৷
    দেবকুণ্ডে নিখোঁজ রাজীবের দেহ উদ্ধার

    দেবকুণ্ডে নিখোঁজ রাজীবের দেহ উদ্ধার

    |অবশেষে দু’দিন পর ওডিশার দেবকুণ্ডে স্নান করতে গিয়ে নিখোঁজ ইঞ্জিনিয়ার রাজীব ঘোষের মৃতদেহ মিলল৷সোমবার সকালে রাজীবের ফুলে ফেঁপে ওঠা দেহ ভেসে থাকতে দেখা যায় দেবকুণ্ডে৷
    ক্যান্সারে আক্রান্ত কিশোরের জন্য গয়না বন্ধক পড়শিদের

    ক্যান্সারে আক্রান্ত কিশোরের জন্য গয়না বন্ধক পড়শিদের

    |অভিষেককে সুস্থ করে তোলাই এখন একমাত্র মন্ত্র গোটা গ্রামের৷ কখনও বাসস্ট্যান্ডে, কখনও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে অভিষেকের চিকিত্‍সার জন্য পয়সা তুলতে শুরু করেন তাঁরা৷
  • http://eisamay.indiatimes.com/




মমতা কী বলেন, আগ্রহী অপেক্ষা সিঙ্গাপুরে

সকালে সিঙ্গাপুর বিমানবন্দরে নেমে হোটেলের ঘরে একটু বিশ্রাম। তার পর সারা দিন কখনও নেতাজি স্মারক, কখনও পাখি বিতান সফর। এক ফাঁকে রামকৃষ্ণ মিশনেও ঘুরে আসা। সিঙ্গাপুর সফরের প্রথম দিনটা এ ভাবেই নিজেকে ব্যস্ত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তাঁর এই সফর ঘিরে উৎসাহ তৈরি হয়েছে স্থানীয় বণিকমহলে। শিল্প সম্মেলনের এক সংগঠকের দাবি, এ দেশের বণিকসভাগুলি লগ্নি ও শিল্প নিয়ে মমতার কথা শুনতে যথেষ্টই আগ্রহী। আগ্রহ এতটাই যে আমন্ত্রণপত্র বিলি শেষ হওয়ার পরেও আরও এক বার তা চালু করতে হয়েছে।

জগন্নাথ চট্টোপাধ্যায়
১৯ অগস্ট, ২০১৪
e e e





অপর্ণা সেন, শ্যামাপদ মুখার্জিকে ম্যারাথন জেরা ই ডি-র
Aajkaal: the leading bengali daily newspaper from Kolkata

সব্যসাচী সরকার, বরেন্দ্রকৃষ্ণ ধল


কলকাতা ও ভুবনেশ্বর, ১৮ আগস্ট– চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে ই ডি আর সি বি আই তদম্ত অভিমুখ আরও তীক্ষ্ন করল৷‌ কলকাতায় ই ডি জেরা করল রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখার্জি ও অভিনেত্রী অপর্ণা সেনকে৷‌ অন্য দিকে ওড়িশার চিটফান্ড সংস্হা অর্থতত্ত্বের তথ্যতালাশ করতে দিনভর নানা জায়গায় হানা দিল সি বি আই৷‌ বাজেয়াপ্ত গাড়ি থেকে কম্পিউটার৷‌ ওড়িশায় চিটফান্ড তদম্তে সি বি আই বস্তুত নবীন পটনায়কের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে৷‌ কেন না, ওড়িশার বড় বড় চিটফান্ডের সঙ্গে জড়িয়ে গেছে বি জে ডি-র মহাতারকা সমস্ত নেতাদের নাম৷‌ মিলেছে সরাসরি জড়িত থাকার প্রমাণ, এমনটাই দাবি সি বি আই-এর৷‌ অর্থতত্ত্ব নামে একটি চিটফান্ডের চেয়ারম্যান প্রদীপ শেঠির সঙ্গে মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের ছবি পেয়েছে সি বি আই৷‌ বাংলার বস্ত্রমন্ত্রী শ্যামাপদ মুখার্জিকে ই ডি নোটিস দিয়েছিল সিমেন্ট তৈরির কারখানা কেনাবেচার ব্যাপারে৷‌ অভিনেত্রী অপর্ণা সেন সারদা গোষ্ঠীর ‘পরমা’ নামে একটি ম্যাগাজিনের সম্পাদক ছিলেন৷‌ দু’জনের থেকেই ই ডি সারদা গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি জানতে চায়৷‌ সোমবার ই ডি দপ্তরে আসেন অপর্ণা সেন৷‌ সঙ্গে ছিলেন তাঁর স্বামী কল্যাণ রায়৷‌ সকাল ১১টা নাগাদ অপর্ণা সেন ই ডি দপ্তরে যান৷‌ দুপুরে আসেন মন্ত্রী শ্যামাপদ মুখার্জি৷‌ বিকেল ৫টা পর্যম্ত দু’জনকেই আলাদা আলাদা জেরা করেন ই ডি অফিসারেরা৷‌ বিকেলে সাংবাদিকদের অপর্ণা সেন জানান, আমি ম্যাগাজিনের সম্পাদক হিসেবে ছিলাম৷‌ আমার মাধ্যমে কোনও টাকা পয়সা লেনদেন হয়নি৷‌ সে ব্যাপারে আমার কিছু জানা নেই৷‌ আমি চাই প্রকৃত দোষীদের শাস্তি হোক৷‌ তদম্তে সাহায্য করব৷‌ রাতে ই ডি সূত্রের খবর, অপর্ণা সেন এক বছর সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন৷‌ বেতনের সমস্ত টাকাই চেকে দেওয়া হয়েছিল৷‌ তিনি আয়কর রিটার্নের নথিও ই ডি-কে দিয়েছেন৷‌ শ্যামাপদ মুখার্জি জেরার পর ই ডি অফিসের বাইরে এসে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে এসে দেখা করার জন্য নির্দেশ দিয়েছিলেন৷‌ সিমেন্ট কারখানা বিক্রির ব্যাপারে হাতে পেয়েছিলাম ৮ লাখ টাকা৷‌ কোম্পানি ২ কোটি ৭১ লাখে বিক্রি হয়েছিল৷‌ সাংবাদিকেরা বলেন, সুদীপ্ত সেন দাবি করেছেন তিনি ৪ কোটিতে কারখানা কিনেছেন৷‌ এ ব্যাপারে মন্ত্রী জানান, সেটা ওর বক্তব্য৷‌ ই ডি-র হাতে কোম্পানির রেজিস্ট্রেশনের কাগজ, আয়কর রিটার্নের কাগজপত্র, সেল ডিড, ব্যাঙ্কের কাগজপত্র দিয়েছি৷‌ তদম্তে সাহায্য করব৷‌ ডাকলে আবার আসব৷‌ সোমবার ই ডি মন্ত্রী শ্যামাপদ মুখার্জি ও অভিনেত্রী অপর্ণা সেনের বক্তব্য রেকর্ড করেছে৷‌ ই ডি-কে শ্যামাপদবাবু জানিয়েছেন, তাঁর সঙ্গে ৭ অংশীদারও ছিলেন৷‌ ২০০৫ সালে বাঁকুড়া সদর থানার বেলবনির কাছে ১৮ কাঠা জমি কিনেছিলেন৷‌ ২০০৭ সালে কারখানার উৎপাদন শুরু হয়৷‌ ২০০৮ সালের মাঝামাঝি পর্যম্ত কারখানা চলে৷‌ লাভের মুখ না দেখায় সেটি পরে বিক্রি করে দেওয়ার সিদ্ধাম্ত নিয়েছিলেন৷‌ এদিকে সি বি আই কটকের বাঁকি-তে বি জে ডি নেতা সুভাষ পাড়ির বাড়িতে হানা দেয়৷‌ খারভেল নগরে অর্থতত্ত্ব চিটফান্ড সংস্হার অফিসেও যায়৷‌ ৩১টি কম্পিউটারের হার্ডডি‘, ভাউচার, বন্ড, চেক বই, ব্যাঙ্কের পাস বই উদ্ধার করে৷‌ কাগজপত্র তল্লাশি করে সি বি আই জেনেছে, রাজ্যের আমলা ও পুলিস কর্তাদের ৪০টি দামি গাড়ি উপহার দেওয়া হয়েছিল৷‌ রাজনৈতিক নেতাদের ও আমলাদের ১৮টি ফ্ল্যাট দেওয়া হয়েছিল৷‌ অনেক রাজনৈতিক নেতাদের ছেলে-মেয়ে, স্ত্রীর নামে ফ্ল্যাট রেজিস্ট্রি করা হয়েছিল৷‌ খোদ মুখ্যমন্ত্রী নবীন পটনায়েকের সঙ্গে অর্থতত্ত্ব সংস্হার কর্ণধারের ছবি পেয়েছে সি বি আই৷‌ অর্থতত্ত্বের সঙ্গে সরাসরিভাবে জড়িত বি জে ডি-র তিন নেতার নাম তদম্তে উঠে এসেছে৷‌ সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সি বি আই যেটি পেয়েছে, তা হল ওই সংস্হার চেয়ারম্যানের সঙ্গে বি জে পি বিধায়ক প্রভাত ত্রিপাঠীর কথোপকথনের টেপ৷‌ সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷‌ তবে, কথোপকথন প্রভাত ত্রিপাঠীরই কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷‌ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সম্বিৎ খুম্তিয়ার সঙ্গে অর্থতত্ত্ব সংস্হার যোগাযোগের সূত্র পেয়েছে সি বি আই৷‌ বি জে ডি-র বহু নেতা-মন্ত্রীই এই সংস্হার থেকে কোটি কোটি টাকা নিয়েছেন বলে সি বি আইয়ের সন্দেহ৷‌ আরও কয়েকজন প্রভাবশালী নেতা-মন্ত্রীর নাম উঠে আসছে চিটফান্ড কেলেঙ্কারির ব্যাপারে৷‌
আজ প্রধানমন্ত্রী লি-র সঙ্গে বৈঠকে মমতা
Aajkaal: the leading bengali daily newspaper from Kolkata

দীপঙ্কর নন্দী, সিঙ্গাপুর


হোটেলের দেওয়া দামি গাড়িতে না চড়ে বাসে করে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷‌ সোমবার খুব ভোরে কলকাতা থেকে সিঙ্গাপুরে এসে পৌঁছন মমতা৷‌ শহর তখন প্রায় ঘুমিয়ে৷‌ তবে নিঃশব্দে সিঙ্গাপুরের ঝাঁ-চকচকে রাস্তা দিয়ে গাড়ি চলাচল অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে৷‌ দু’ধারে গজিয়ে-ওঠা বাড়ি, অফিস দেখে মমতা মুগ্ধ৷‌ এদিন সকালেই বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে মমতা পৌঁছন সিঙ্গাপুরে৷‌ লক্ষ্য বাংলায় লগ্নি টানা৷‌ চাঙ্গি বিমানবন্দর থেকে আধঘণ্টার মধ্যে মমতা পৌঁছে যান সাংগ্রিলা হোটেলে৷‌ বিমানবন্দরে তাঁকে নিতে এসেছিলেন চাঙ্গি গোষ্ঠীর কর্মকর্তারা৷‌ হোটেলে পৌঁছেই অর্থমন্ত্রী অমিত মিত্র জি আই সি-র প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক সেরে নেন৷‌ এই জি আই সি সংস্হা সাধারণত আর্থিক লগ্নি দেয় এবং রিয়েল এস্টেট তৈরি করে৷‌ বৈঠকের পর অমিত মিত্র সাংবাদিক বৈঠকে বলেন, খুব ইতিবাচক বৈঠক হয়েছে৷‌ আমরা বাংলার পরিস্হিতির কথা তাদের জানিয়েছি৷‌ মমতার নেতৃত্বে বাংলায় আমরা আরও শিল্পের উন্নয়ন চাই৷‌ কয়েক দিনের মধ্যে কিছু বড় ঘোষণা আপনাদের শোনাতে পারব৷‌ বিকেল ৩টে নাগাদ হোটেলে নিজের কিছু কাজ সেরে মিডিয়ার একটি বড় দল ও কয়েকজন শিল্পপতিকে নিয়ে মমতা বাসে করে বেরিয়ে পড়েন৷‌ প্রথমেই তিনি যান কুইন এলিজাবেথ পার্কে৷‌ এখানেই রয়েছে নেতাজির সেই আই এন এ-র স্মৃতিসৌধ৷‌ সকলে মিলে পার্কে ঢোকেন৷‌ সাদা ফুল দিয়ে মমতা আই এন এ স্মৃতিসৌধের সামনে এসে শ্রদ্ধা জানান৷‌ তিনি বলেন, সিঙ্গাপুর থেকে নেতাজি দিল্লি চলো ডাক দিয়েছিলেন৷‌ আই এন এ প্রতিষ্ঠা করেছিলেন৷‌ আমি শুনেছি, আগে কুইন এলিজাবেথ পার্কটি বড় ছিল৷‌ এখন ছোট করে দেওয়া হয়েছে৷‌ আমি এই বিষয়টি নিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব৷‌ নেতাজির জন্য যদি কিছু করতে পারি৷‌ নেতাজিকে ভারতরত্ন দেওয়া হচ্ছে, এ বিষয়ে মমতার কাছে জানতে চাওয়া হয়৷‌ মমতা বলেন, এ সব কথা আমি বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলব না৷‌ তিনি তো সবার ঘরের রত্ন৷‌ প্রত্যেকের হৃদয়ের রত্ন৷‌ এর থেকে বড় আর কিছু হতে পারে না৷‌ কুইন এলিজাবেথ পার্কে কিছুক্ষণ কাটিয়ে মমতা সাংবাদিকদের বলেন, চলুন বিখ্যাত জুরং বার্ড পার্কে৷‌ কুইন এলিজাবেথ পার্ক থেকে জুরং বার্ড পার্ক যেতে বাসে লাগল প্রায় ৪৫ মিনিট৷‌ জানলার ধারে বসে ছিলেন মমতা৷‌ বড় বড় হোটেল, অফিস দেখে হর্ষ নেওটিয়াকে মমতা বলেই ফেললেন, ‘তুমি ভাল করে সব দেখে নাও৷‌ তোমার কাজে লাগবে৷‌’ সিঙ্গাপুরে আর্ট সেন্টারের সামনে দিয়ে বাস যখন যাচ্ছিল, হর্ষ নেওটিয়াকে মমতা বলেন, ‘জানো, আজ যদি শুভাদা আমাদের সঙ্গে থাকতেন তাহলে এখানেই নেমে পড়তেন৷‌ এই বিশাল সুন্দর বাড়িটা ভাল করে দেখে নাও৷‌’ কখনও সাংবাদিকদের গান গাইতে বললেন, কখনও নিজেও গুনগুন করে গান গাইলেন৷‌ বাস পৌঁছে গেল জুরং বার্ড পার্কে৷‌ সিঙ্গাপুরের আবহাওয়া বেশ ভাল৷‌ সারাদিনই ছিল ঝকঝকে আকাশ৷‌ গরম থাকলেও তা কষ্টদায়ক মনে হয়নি৷‌ শহরের রাস্তায় কোথাও কোনও চিৎকার-চেঁচামেচি নেই৷‌ ট্রাফিক সিগন্যালে ট্রাফিক পুলিস নেই৷‌ আপনমনে যানবাহন চলাচল করছে৷‌ কোথাও কোনও ট্র্যাফিক জ্যাম নেই৷‌ সিঙ্গাপুরের বিখ্যাত হোটেল মেরিনা বেস স্যান্ড. এই বাড়িটি দেখে সকলে অবাক হয়ে যান৷‌ কীভাবে এই হোটেলটি করা হল, তা নিয়ে বাসে রীতিমতো আলোচনা শুরু হয়ে যায়৷‌ অমিত মিত্র বললেন, এই হোটেলে একবার এসে থেকেছিলেন গৌতম সান্যাল৷‌ তাঁর কাছ থেকে অনেক গল্প শুনেছি৷‌ বাসের ভেতর থেকে একজন সাংবাদিক বলে উঠলেন, এখানে এসে ওঠেন শাহরুখ খান৷‌ জুরং বার্ড পার্কে মমতা ছিলেন প্রায় দেড় ঘণ্টার ওপর৷‌ দেখেন পেলিক্যান, উটপাখি, সারস, শকুন, কচ্ছপ, ম্যাকাও ছাড়া আরও বিভিন্ন ধরনের পাখি৷‌ অসাধারণ সব রঙিন পাখি দেখে মমতা মুগ্ধ হয়ে যান৷‌ পাখিদের তিনি নিজের হাতে খাইয়ে দেন৷‌ একটা পাখিকে তিনি জিজ্ঞেস করেন, তোর নাম কী? আচমকাই একটি পাখি উড়ে গিয়ে শিবাজি পাঁজার পিঠে গিয়ে বসে৷‌ মমতা বলে উঠলেন, তোর পিঠে গিয়েই বসল৷‌ পার্কের ভেতর দাঁড়িয়ে মমতা বলেন, রাজারহাটে আমরাও পাখির বিতান তৈরি করব৷‌ বাংলায় আমাদের ইকো পার্ক আছে৷‌ শিলিগুড়িতে ৫০০ একর জমির ওপর একটি পার্ক তৈরি করব৷‌ পার্কের জেনারেল ম্যানেজার আর রাজা সেজরানকে মমতা আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনি বাংলায় আসবেন৷‌ আমাদের তৈরি ইকো পার্ক দেখে যাবেন৷‌ জুরং বার্ড পার্ক থেকে মমতা যান সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানে৷‌ স্বামীজিদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটিয়ে পরমহংসদেবের মূর্তিতে ফুল দিয়ে মমতা যখন হোটেলে ফিরে এলেন, তখন সন্ধে হয়ে গেছে৷‌ আজ প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে তাঁর বাসভবনে মমতার বৈঠক৷‌ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে৷‌ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে মমতা বলবেন, বাংলায় বিনিয়োগ আনার জন্য আমার আপনাদের এখানে আসা৷‌ এর পর তিনি কী করবেন, তা বোঝা যাবে মঙ্গলবার দুপুরের পর৷‌ বিদেশমন্ত্রী কে সম্মুগমের সঙ্গেও মমতার বৈঠক হওয়ার কথা৷‌ এদিন তিনি এ-ও বলেন, বাংলা থেকে আমার সঙ্গে এসেছেন হর্ষ নেওটিয়া, সঞ্জয় বুধিয়া ছাড়াও এক বাণিজ্য প্রতিনিধিদল৷‌ তাঁরা সিঙ্গাপুরের শিল্পপতিদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন৷‌ বাংলায় লগ্নি আনার ব্যাপারে আমি খুবই আশাবাদী৷‌ এদিন সকালে শিল্পপতি প্রসূন মুখার্জিকে একবার হোটেলে দেখা যায়৷‌ বিকেলে আর তিনি আসেননি৷‌

No comments: