Tuesday, June 2, 2015

ডাঙায় বাঘ, জলে কুমির, মাঝে রোহিঙ্গা মুসলমান ‘মানুষ ভালো করেই জানে সাগরে বিপদ আছে, তাঁরা এটাও জানে স্থলের অবস্থা আরও বেশি খারাপ।’ তারা না পারছে স্থলে থাকতে, না পারছে সাগরে নামতে। গত তিন বছরে সিত্তে থেকে কোনো শিক্ষার্থী মিয়ানমারের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। মরার মতো অবস্থা না হলে শহরের হাসপাতালে তাঁদের..

ডাঙায় বাঘ, জলে কুমির, মাঝে রোহিঙ্গা মুসলমান

'মানুষ ভালো করেই জানে সাগরে বিপদ আছে, তাঁরা এটাও জানে স্থলের অবস্থা আরও বেশি খারাপ।' তারা না পারছে স্থলে থাকতে, না পারছে সাগরে নামতে। গত তিন বছরে সিত্তে থেকে কোনো শিক্ষার্থী মিয়ানমারের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। মরার মতো অবস্থা না হলে শহরের হাসপাতালে তাঁদের...www.prothom-alo.com/international/article/543226

বিশ্বের সবচেয়ে বঞ্চিত-নির্যাতিত মানুষ হিসেবে রোহিঙ্গাদের অভিহিত করা হয়। যৌক্তিক কারণেই এমনটা বলা হয়। কয়েক প্রজন্ম ধরে মিয়ানমারের পশ্চিমের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বসবাস। কিন্তু তাঁদের নাগরিক স্বীকৃতি নেই। আবেদন করেও সরকারের থেকে বরাবরই প্রত্যাখ্যাত।মিয়ানমারে রাষ্ট্র স্বীকৃত...

No comments: