Monday, June 8, 2015

Bangladesh targets Indian interest in Bangladesh!

২০০ কোটি ডলার সহায়তার বিনিময়ে যা যা পাবে ভারত 


http://economictimes.indiatimes.com/articleshow/47571881.cms

 মোদি ভারতে না ফিরে যেতেই সফরে তাদের অর্জন নিয়ে হিসাব-নিকাশ প্রকাশিত হচ্ছে দেশটির গণমাধ্যমে । সেখানে বলা হয়েছে, সফরে বাংলাদেশকে ২০০ কোটি ডলার ঋণ সহায়তা প্রদানের যে চুক্তি অনুমোদিত হয়েছে, তার বিপরীতে অন্তত ৫০ হাজার ভারতীয়ের জন্য কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া ইস্পাত, সিমেন্টসহ বিভিন্ন খাতে রফতানিও বৃদ্ধি পাবে। রবিবার এক প্রতিবেদনে এসব জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ অর্থ দিয়ে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে, তার ৭৫ শতাংশ কাঁচামাল, যন্ত্রপাতি ও সেবা ভারত থেকে ক্রয় করার শর্ত রয়েছে। এসব পণ্য ও সেবার উৎপাদন প্রক্রিয়াও হবে ভারতে।এই ঋণের ফলে অনেক খাতে ভারতীয় প্রতিষ্ঠান পণ্য রফতানি করতে পারবে। এর মধ্যে অবকাঠামো খাতের ইস্পাত (স্টিল) ও সিমেন্ট উল্লেখযোগ্য। ভারতের উৎপাদিত এসব পণ্য থেকেই বাংলাদেশে প্রকল্পগুলো সম্পন্ন করা হবে।


http://www.banglatribune.com/news/show/100624

No comments: