দিনে রাতে যারা সাম্যবাদের শ্রাদ্ধ করেন, তারা সবাই বেশ সাম্যবাদী হয়ে পড়েন যখন প্রশ্ন উঠে কাশ্মীরের ৩৭০ ধারা, মুসলমানের তিন তালাক, আর দলিত, জনজাতি অবিসিদের সংরক্ষণের। সম্ভবত এই হচ্ছে 'সাম্যবাদ'-এর ভারতীয় সংস্করণ। এর মূল কথা হচ্ছে, তুমি আমি সবাই সমান-তোমার আবার আলাদা আইন কেন! এর মূল বার্তা হচ্ছে, সবাই আমাকে দেখো, আর আমার মতো হও। তোমাকে তোমার মতো দেখাবে, আর আমি বলবো, সুন্দর! ---বাপুহে , এর নাম ভারত বর্ষ, এর আমরাই মালিক--- এখানে এসব চলবে না! জনান্তিকেঃ আজকাল এই সাম্যবাদীরা গোটা দক্ষিণ এশিয়াতে এই সাম্যবাদ ছড়াবার জন্যে তৎপর। তাই অমুসলমান এলেই ভারতে স্বাগত, মুসলমান এলে না---এই বলে আইন আনছেন। তখন যে সাম্যবাদের কলসি ফুটো হয়ে যায়, তাতে কি? প্রশ্ন হচ্ছে, দেশের মালিক কারা? তারা যা বলবেন , তাই আইন। সেই আইন মুসলমানের ঘাড়ে তো চাপানো হবেই, অসমিয়ার ঘাড়েও চাপানো হচ্ছে। জয় বাবা সাম্যবাদ!
BiharWatch, Journal of Justice, Jurisprudence and Law is an initiative of Jurists Association (JA), East India Research Council (EIRC), Centre for Economic History and Accountability (CEHA) and MediaVigil. It publishes follow up research on the performance of just and unjust formal and informal anthropocentric institutions and their design crisis.
Monday, October 17, 2016
Sushanta Kar 14 mins · দিনে রাতে যারা সাম্যবাদের শ্রাদ্ধ করেন, তারা সবাই বেশ সাম্যবাদী হয়ে পড়েন যখন প্রশ্ন উঠে কাশ্মীরের ৩৭০ ধারা, মুসলমানের তিন তালাক, আর দলিত, জনজাতি অবিসিদের সংরক্ষণের। সম্ভবত এই হচ্ছে 'সাম্যবাদ'-এর ভারতীয় সংস্করণ। এর মূল কথা হচ্ছে, তুমি আমি সবাই সমান-তোমার আবার আলাদা আইন কেন! এর মূল বার্তা হচ্ছে, সবাই আমাকে দেখো, আর আমার মতো হও। তোমাকে তোমার মতো দেখাবে, আর আমি বলবো, সুন্দর! ---ব�
Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment