Tuesday, September 1, 2015

Jamayat Ameer and Sixty others arrested from DUA ceremony at Bagha Mosque Bangladesh! Extreme police high handedness.Senior officials should stop all such cases. বাঘায় মসজিদে দোয়া অনুষ্ঠান থেকে জামায়াতের পৌর আমীরসহ আটক ৬১

Jamayat Ameer and Sixty others arrested from DUA ceremony at Bagha Mosque Bangladesh!

Extreme police high handedness.Senior officials should stop all such 
cases.


বাঘায় মসজিদে দোয়া অনুষ্ঠান থেকে জামায়াতের পৌর আমীরসহ আটক ৬১
বাঘা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাঘায় জামায়াতের পৌর আমীরসহ ৬১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ৯টায় উপজেলার একটি মসজিদে একজন জামায়াত কর্মীর স্ত্রীর রূহের মাগফিরাত কামনায় দোয়া শেষে তবারক বিতরণের সময় পুলিশ তাদের আটক করে।
দলীয় সূত্রে জানা যায়, গত রোববার মাগরিব নামায শেষে বাঘা পৌর এলাকার ২ নং ওয়ার্ড চক ছাতারি মধ্যপাড়া জামে মসজিদে জামায়াতের কর্মী ছলিম উদ্দীনের স্ত্রীর রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ছিল। সেখানে দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। এ সময় বাঘা থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৯টায় সাধারণ মুসল্লিসহ সবাইকে আটক করে থানায় নিয়ে আসেন। আটকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পৌর জামায়াতের আমীর সাইফুল ইসলাম, দফতর সম্পাদক ইমাজ উদ্দীন, ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক জাহাঙ্গীর আলম, রিপন, স্বপন, রতন, বিদ্যুৎ, খায়রুল, আজাহার, রফিকুল ইসলাম, মাইনুল হোসেন, শহিদুল ইসলাম, সান্টুসহ ৬২ জন। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান দাবি করেন, 'ছাতারী মধ্যপাড়া জামে মসজিদে গোপন বৈঠক করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে থানায় আনা হয়। পরে তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

__._,_.___

Posted by: Shah Abdul Hannan <shah_abdul_hannan@yahoo.com>

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: