Friday, September 11, 2015

জানিনা,কথা হয়নি নবারুণদার সনে কি তিনি কি আদৌ জানতেন আমরা উদ্বাস্তুরাও আসলে ফ্যাতাড়ুদের দলে? সবিতাবাবুর চাই সেই হারানো ডুরে সাড়ি ডুরে বাঘ তবু আছে মহানগরে ডুবে আছি হারিয়ে গেছে ভালোবাসার সেই আঁচল সেই ডুরে সাড়ির বন্যা পলাশ বিশ্বাস


জানিনা,কথা হয়নি নবারুণদার সনে কি তিনি কি আদৌ জানতেন

আমরা উদ্বাস্তুরাও আসলে ফ্যাতাড়ুদের দলে?


সবিতাবাবুর চাই সেই হারানো ডুরে সাড়ি

ডুরে বাঘ তবু আছে

মহানগরে ডুবে আছি

হারিয়ে গেছে ভালোবাসার সেই আঁচল

সেই ডুরে সাড়ির বন্যা

পলাশ বিশ্বাস

প্রসঙ্গঃএই সময়ে প্রকাশিত লেখা-এরাও উদ্বাস্তু,যাদের নোবেল পুরস্কার বিজয়িনী সু চি পর্যন্ত মানুষ মনে করেননি,সেই রোহিঙ্গা জনগোষ্ঠির উদ্বাস্তু কাহিনী


১৯৯১-৯২ সালে আড়াই লক্ষাধিক মুসলিমরোহিঙ্গা শরণার্থী বার্মার (বর্তমান: মায়ানমার) সামরিক জান্তার নির্যাতন-নিপীড়ন থেকে মুক্তি পেতে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের অনেকেই বিশ বছর যাবৎ বাংলাদেশে অবস্থান করছে।সেই উদ্বাস্তু ঢল বয়েই চলেছে।সারা পৃথীবী তোলপাড়।ভারতবর্ষের তা নিয়ে মাথাব্যথা নেই।বাংলায় বাঙালি উদ্বাস্তুরা ব্রাত্য,অন্ত্যজ,অছুত,তাঁদের তাড়ানোর সবরকম অভিযান ব্যর্থ,পশ্চিম বঙ্গের বাঙাল যন্ত্রণা অসহনীয়।

দন্ডকারণ্যে,আন্দামানে,নৈনীতালে,অসমে ত্রিপুরাতে, রাজস্থানে, ইউপিতে,বিহারে ,ঝাড়খন্ডে- ভারতবর্ষের রাজ্যে রাজ্যে তাংরা রক্তবীজের মত ছড়িয়ে,ছিটিয়ে।


তাঁদের নাগরিকত্ব আছে আবার নাগরিকত্ভ নেই।

তাঁদের পরিচয় আছে।আবার পরিচয় নেই।

তাঁদের পুনর্বাসন হয়েছে যতটা,উত্খাত বেদখলী হয়েছে অনেক গুণ বেশি।আদৌ পুনর্বাসন হয়নি,তার চেয়ে শতগুণ বেশি।

তারাও যাদের পুনর্বাসন হয়নি,ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশি পরিচয়ে অবান্ছিত বেনাগরিক।উদ্বাস্তু বা শরণার্থী বা মানুষ,তাদের পরিচয় কোনোটাই নয়।তারা আবার এই পশ্চিম বাংলায় রেলে লাইন ,খালধার, বিল ধার,শ্মশান ঘাট,ফুটপথ,ব্রিজের তলা,অরণ্যভূমি,খাস জমি দখল করে বাংলার জলজমি জঙ্গলে আগাছার মত বেঁচে আছে।অবান্ছিত।


ভিনরাজ্য থেকে দলে দলে তারা কখনো কখনো বর্গিদের মত হানা দেয় কখনো কখনো।বুঝেও বোঝে না,সেই মরিচঝাঁপির রক্তলেখা,আগুনের উত্সব,নৌকাডুবি,পুলিশ ফাযরিং,নিস্পাপ শিশুদের দরিয়ায় ভাসান,নারী মাংসের কুটির শিল্প ও অবিরাম ধর্ষণেও তারা বাঙালি।


তাঁদের ইতিহাসে নাম লেখা হয়নি।

তাঁরা আজও বাস্তুহারা।

তাঁরা আজও ছিন্নমূল।

তাঁরা আজও অস্পৃশ্য,ব্রাত্যজন।

তাঁরা অবান্ছিত।

তাঁরা দেশ ভাগের সত্তর বছর পরও শুধু ইস্ট বেঙ্গল।

তাঁরা আগা থেকে গোড়া আজও বাঙাল।

ভদ্রলোক সাজলেও বাদাবন,নদী নালার গন্ধ তাঁদের রয়ে গেছে।

এসচি,বসলুম বললেও বাঙাল টান ঘোচে নি,বাঙাল টান মোছে নি।

শুধু হারিয়ে গেছে হিন্দু মুসলিম নিরপেক্ষ সেই ভালোবাসার আঁচল,সেই ডুরে সাড়ি,যা গাঁয়ে গ্রামে টিকে থাকলেও থাকতে পারে,শহরান্চলে এবং শিল্পান্চলে ডুরে সাড়ির ঠাঁই নাই নাই।


গ্রাম বাংলা কতটা বেঁচে আছে,জসিম কবির লেখার মত সেই গ্রামবাংলা,জীবনানন্দের সেই আলক্ষেত,ডিএল রায়ের সেই সকল দেশের রানি বেঁচে আছে কি নেই,সাবআলটার্ণ বিজ্ঞানীদির কি মতামত,মহানগরের জীবন জীবিকায় নিমগ্ন আমার জানার কথা নয়।


তবু সবিতাবাবুর চাই সেই হারানো ডুরে সাড়ি!

ডুরে বাঘ তবু আছে!

মহানগরে ডুবে আছি!

হারিয়ে গেছে ভালোবাসার সেই আঁচল!

সেই ডুরে সাড়ির বন্যা!


তবু মন পড়ে থাকে সেই পিছনে ফেলে আসা নৈনিতালের উদ্বাস্তু উপনিবেশে।দিনেশপুরে।আমার গ্রম বাসন্তীপুরে।

যেখানে জনম ইস্তক সেই ডুরে সাড়ির বন্যা দেখেছি।


লালপেড়ে সাড়ি।

ডূরে সাড়ি।

বিধবার সাদা থান।

উদ্বাস্তু জীবনের সাড়ি কাহিনীর ইতিকথা ইহা ব্যাতিরেক দেখিনি পন্চাশ ষাটের এমনকি সত্তর দশকেও।

বাংলায় বাবার হাত ধরে এসেছিলাম হাইস্কূল পেরিয়ে যখন,তখনো সত্তর দশকের রমরমা।তখনও নক্সাল বেঁচে ছিল।


তখনো বঙ্গশ্রী,সুলেখা,জেসপের রমরমা ছিল।

ছাপান্ন হাজার কল কারখানা তখনো বন্ধ হয়নি।

লে আফ,লকআউট আমদানি হয়নি।

ভিআরআরএস,ডিসিনভেস্টমেন্ট অনেক পরের গল্প।


তখনো চাবাগানের খুশবু ছিল বাংলা থেকে তমাম ভারত মুলুকে।তখনো চাবাগানে মৃত্যুমিছিল শুরু হয়নি।


তখনো ব জুটমিল শ্মশান হয়ে যায়নি।

তখনো সমস্ত ট্রেন যাত্রার অভিমুখ কোলকাতা ছিল।


বাবা আমায় কোলকাতা দেখাতে নিয়ে গিযে সবার আগে হেঁটে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে গিয়ে ছিলেন।

দেখে ছিলাম সেই শাশ্বত স্মৃতি ফলক জীবনে প্রথমবারঃ

তিষ্ঠ ক্ষণকাল!


সেই কেওড়াতলার মহাশ্মশানে ঘুমিয়ে আছে আমাদের বরাত্যজনের,অন্তজদের ফ্যাতাড়ুদের  গোরিলা মহানায়ক

নবারুণ ভট্টাচার্য!


সেই কেওড়াতলার মহাশ্মশানে বাবা একদিন পূর্ব বাংলার বাস্তুহারা ছিন্নমূলদের পুনর্বাসনের দাবিতে মাইকেলের সমাধিস্থলে আমরণ অনশনে বসেছিলেন এবং তার কমরেড,তার নেতা তাঁকে এবং তাঁর সঙ্গী সাথিদের বাংলা ছাড়া করেছিলেন!


সেই তাঁরা সেইদিন ফ্যালানির মত কাঁটাতারে বিদ্ধ হয়ে থাকল সারা জীবন এবং আমি তাঁদের হৃদপিন্ডের অবিরাম রক্তপাতের মধ্যে ঔ ডুরে সাড়ির ভালোবাসার বন্যায় মানুষ হয়েছি তাঁদের গড়া উপনিবেশে!


তাঁরা ঔ নেনীতালে গড়ে তুলেছিল তাঁদের সকল দেশে রানি বাংলাদেশ!

তাঁরা মরিচঝাঁপিতেও ফিরে আসেনি!


তবু আমি এসেছি!

ফিরে আসিনি আদৌ!

আমি ত আদৌ ছিলাম না!


না পুবে ছিলাম,না পশ্চিমে!

পুব পশ্চিম ত সুনীল গাঙ্গুলির ছিল!


আমি ত উত্তর এবং উত্তরকালের মানুষ!

জীবিকার প্রয়োজনে হাওড়া ইস্টিশানটা দেখা হল!

দেখা হল শেযালদা!


ওয়ারনা আমি সেই রোহিঙ্গা মুসলমান উদ্বাস্তু.যারা আছে,আবার নেই!

বাংলার বালডা ছেঁড়া যায়না!


উদ্বাস্তুরা আছে না না আছে,কেমনে আছে.তাঁদের মন আছে কি দেহটই সার,পশ্চিম বাংলার বালডাও ছেঁড়া যায় না!


ভিন রাজ্যের বাঙালিরা আছে কি নেই,তাঁরা মানুষ হয়ে আছে না,অমানুষ হয়ে আছে,ভদ্রলোক বর্ণহিন্দু পশ্চিম বাংলার বালডাও ছেঁড়া যায় না!


তবু কলকাতা তখনো কোলকাতা ছিল।

তবু কোলকাতায় কোমলগান্ধারের ,নবান্নের গন্ধ ছিল।

মিছিলের মহানগর তখনো মিছিলের মহানগর ছিলো।


তখনো যখন বাবার হাত ধরে মাইকেলের সমাধিস্থলে দাঁড়িয়েছিলাম সেখানেই,যেখানে আমাদের নবারুণদা বিশ্রামে আছেন আগামী যুদ্ধের প্রস্তুতি।নবারুণদাও তে বিজন ভট্টাচার্যের ছেলে।


জানিনা,কথা হয়নি নবারুণদার সনে কি তিনি কি আদৌ জানতেন

আমরা উদ্বাস্তুরাও আসলে ফ্যাতাড়ুদের দলে?

অনুসন্ধানের ফলাফল

  1. ফ্যাতাড়ুর বোম্বাচাক - সামহোয়্যার ইন ব্লগ

  2. www.somewhereinblog.net/blog/FatarurBombachak

  3. এ হায় ব্রথেলরূপী অসহায় ধরাধামে কে হায় বেদনা দিতে কাছে আসে.... লিখেছেন ফ্যাতাড়ুর বোম্বাচাক, ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৯. মনোমোর বিষ্ময়বাদিনী, প্রেগনেন্টমেদিনী, থরহরকামিনী, জ্বলজ্বলরূপিনী, কুলবিনাশিনী, উচ্ছলবেগিনী, দেহপসারিনী। বলি হায় কম্পিত ওষ্ঠে চাপিয়া দন্ত কলিকাল বলে যা জানিয়াছি নাহি তার অন্ত। ও মামা হরি বল, .

  4. কবিগুরু পুরন্দর ভাট রচিত: চুতিয়া পৃথিবী - ফ্যাতাড়ুর ...

  5. www.somewhereinblog.net/blog/FatarurBombachak/28800679

  6. পোস্টটি যিনি লিখেছেন. ফ্যাতাড়ুর বোম্বাচাক. অনুসরণ করুন. ফাঁৎ ফাঁৎ সাঁই সাঁই ... লেখক বলেছেন:ফ্যাতাড়ুর বোম্বাচাক কখনো লজ্জা পায় না। শুধূ একটু মুখমন্ডলে লাল আভা বিস্তার করে সামান্যই। ৮. ২১ শে মে, ২০০৮ ভোর ৪:০৯ ০. বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: ওরে কাকারে........... ২১ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৮ ০. লেখক বলেছেন: ফাঁৎ ফাঁৎ সাঁই সাঁই. ৯. ২১ শে মে ...

  7. 1 - Guruchandali -- Bangla eZine Magazine WebZine and ...

  8. www.guruchandali.com › টইপত্তর

  9. আমি অবশ্যি "কাঙাল মালসাট" পেরথমে পড়ি, তারপরে ব্যাকট্রাক করে "বোম্বাচাক"। তারওপরে "হারবার্ট"। সত্যি এত এত মহতী লেখার তুলনায় ... অত:পর হারবার্ট, ফ্যাতারুর বোম্বাচাক ও কাঙ্গাল মালসাট । হার্বার্ট থেকেই ওঁর লেখালিখি একটি অন্য মোড় .... "ফ্যাতাড়ুর বোম্বাচাক ও অন্যান্য" পাওয়া যায়। কবিতার বইগুলো - পুলিশ করে মানুষ শিকার এই মৃত্যু ...

  10. দীর্ঘ রোগভোগের পর প্রয়াত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য ...

  11. bengali.oneindia.com › বাংলা › নিউজ › পশ্চিমবঙ্গ

  12. ৩১ জুলাই, ২০১৪ - নবারুণ ভট্টাচার্যের অন্যান্য কালজয়ী সৃষ্টি হল 'লুব্ধক', 'এই মৃত্যু উপত্যকা আমার দেশ না', 'ফ্যাতাড়ুর বোম্বাচাক', 'ফ্যাতাড়ুর কুম্ভীপাক', 'রাতের সার্কাস', 'আনাড়ির নারীজ্ঞান', 'হালালঝান্ডা ও অন্যান্য' ইত্যাদি। নবারুণবাবু দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সারে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কিছুদিন আগেই ...

  13. কাঙাল মালসাট - বাংলা শুধুই বাংলা - Blogger

  14. shudhubangla.blogspot.com/2014/04/blog-post_1704.html

  15. ৩০ এপ্রিল, ২০১৪ - তো, এহেন আমি নব্বইয়ের দশকে নবারুণ ভট্টাচার্য্যের 'ফ্যাতাড়ুর বোম্বাচাক' পড়ে পুরো ব্যোমকে গেছিলাম৷ এমন অজস্র শব্দ ব্যবহৃত হয়েছে যাকে আমরা তখন বলতাম "অসংসদীয়', অথচ তারপরেও বইটা কোথায়ও একটা চেতনার ঘেঁটি ধরে নাড়া দিয়ে যাচ্ছে৷এরপরে খুঁজে খুঁজে আরও সব বইপত্তর পড়ে ফেলা গেল৷ তা আজ আর বই নিয়ে আলোচনায় যাব না৷ ...

  16. প্রাঙ্গণে মোর শিরীষশাখায় | সচলায়তন

  17. www.sachalayatan.com › ব্লগ › মুখফোড় এর ব্লগ

  18. ৮ মে, ২০১০ - ৮ | লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: রবি, ০৯/০৫/২০১০ - ১০:৫৮পূর্বাহ্ন). মেম্বর, কবি পুরন্দর ভাট আসলে নবারুণ ভট্টাচার্যের সৃষ্ট একটি চরিত্র। সুতরাং পুরন্দর ভাটের কবিতাগুলো আসলে নবারুণ ভট্টাচার্যেরই কবিতা, তাই না। এই দুইজনকে আরো চিনতে পড়তে পারেন "কাঙাল মালসাট", "ফ্যাতাড়ুর বোম্বাচাক" আর "ফ্যাতাড়ুর কুম্ভীপাক"।

  19. গল্প | books tagged গল্প | LibraryThing

  20. https://www.librarything.com/tag/গল্প

  21. ... Seshamesa (Bengali Edition) by তারাপদ রায় (1 times); Bhagabhagi (Bengali Edition) by তারাপদ রায় (1 times); ফ্যাতাড়ুর বোম্বাচাক ও অন্যান্য by নবারুণ ভট্টাচার্য (1 times); Ka Kha Ga Gha by TARAPADA ROY (1 times); পিকুর ডায়রি ও অন্যান্য by সত্যজিৎ রায় (1 times); পূর্ব প্রকাশিতের পর by সুমেরু মুখোপাধ্যায় (1 times) ...

  22. কিছু অগোছালো কথা - Blogger

  23. sndg.blogspot.com/2013/07/i-i.html

  24. ১১ জুলাই, ২০১৩ - ক্বচিৎ আগেও সিনেমার চিত্রনাট্য লিখেছেন, নাটক বা কবিতা ছাড়া, জানতে পারলে মাক্কালীর কিরা ফ্যাতাড়ুর বোম্বাচাক লেগে যাবে। সিকি ল-অ-অ-অ-অ-ম্বা ডায়লগ রে কাকু! বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, রেগে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, ফুলে-ঝুলে-তুলতুলে তবু দাঁড়ি নাই, সব আছে, শুধু থামা নাই - নদী আপনবেগে পাগলপারা। আর গাঁত? পাগোল !

  25. আনন্দবাজার পত্রিকা - পুস্তক পরিচয - First Page

  26. archives.anandabazar.com/archive/1130330/30pustak3.html

  27. ভাষা ব্যবহারের এই নতুন প্রক্রিয়া নিতান্ত ব্যর্থ চমক হয়ে থাকত যদি না এই ভাষা সদর্থে চরিত্রসম্ভব হয়ে উঠত। চরিত্র বলতে কেবল ফ্যাতাড়ুরা নয়, উপন্যাসেরই মৌলিক চরিত্র। সেই মৌলিক মেজাজটি, বার বার মনে হয়, কোনও ভাবেই অন্যতর কোনও ভাষারীতিতে প্রকাশযোগ্য ছিল না। ফ্যাতাড়ুর বোম্বাচাক ও অন্যান্য থেকে বেবি কে পারিজাত পর্যন্ত নবারুণের ...

  28. গল্পপাঠ: বিকল্প গদ্য আখ্যানের অনন্য স্থপতি

  29. www.galpopath.com/2014/08/blog-post_30.html

  30. ৯ আগস্ট, ২০১৪ - ১৯৯৫-তে নবারুণের ফ্যাতাড়ুর আবির্ভাব। ২০০৪-তে এটি ফ্যাতাড়ুর বোম্বাচাক ও অন্যান্য নামে বাজারজাত হয়। এই ফ্যাতাড়ুদের অভীষ্ট অন্তর্ঘাতী অভিযান, ছেলে, তঙ্গি ও সংস্কৃতি সচেতন পোয়ারে কিছু বিশিষ্ট ও আমূল সংস্কারমুখী অন্তর্ঘাতী অভিযান। কেন এই অন্তর্ঘাত তা স্রষ্টার ভাগ্যে নিরন্তর যে প্রতিহিংসার আগুন আমাদের ...


--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: