Friday, August 14, 2015

ভালোবাসা একঘেয়ে ডঃ সুজাতা ঘোষ

ভালোবাসা একঘেয়ে
ডঃ সুজাতা ঘোষ

আমি অভ্যেস, একঘেয়ে, মৃত।
আমার কোন উত্তাপ, অনুভূতি নেই।
আমি বয়ে চলেছি সারা শরীর জুড়ে
প্রতি সপ্তাহে হাত রাখি নিয়ম করে
তোমার হাতে।

আজ দু ফোঁটা বৃষ্টি ধুয়ে দিল
রেলিংয়ের উপরের ফাঁকা আকাশ।
গা শিরশির করল বোধ হয়, থেমে থেমে।
আবার সব শান্ত। বহুদূর ধোঁয়াশা মিশ্রিত।

মনে করার চেষ্টা করি সমস্ত স্মৃতি কেন্দ্রীভূত করে।
ফিকে হয়ে গেছে আঁতকে ওঠা, আবছা তুমি
আর তোমার গায়ের গন্ধ।
চড়া পোড়া গন্ধ বয়ে বেড়াচ্ছে বাতাস।

তুমি নেই, কোথাও নেই।
আমার কোন স্মৃতি ভালোবাসা, ভাললাগা,অনুভুতি
কোথাও নেই।
ফোনটা বাজছে ........... তোমার পরিচিত সেই ছবি।
অভ্যেস মত বলে গেলাম কিছু শব্দ।

তুমি বেঁচে আছ; আমার একঘেয়েমি, বিরক্তি, অভ্যেস, ভদ্রতা,
নিয়ম না ভাঙার মধ্যে।
সেই কবে কথা দিয়েছিলাম
হাত ধরে একসাথে চলব।
আজও চলেছি .................. হাত ছেড়ে
পাশাপাশি, একঘেয়, না ছেড়ে যেতে পাড়া
বন্ধনের শপথ ঘাড়ে বয়ে।।

Janakantha's photo.

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: