Saturday, August 27, 2016

প্রিয় স্বজন, ভারত এখন শ্মশান ভূমি। দানা মাঝির কাঁধে আমাদের শব দেহ। ক্রমাগত চলছে এই মৃতের মিছিল। মুজফরনগর, হায়দ্রাবাদ, উনা, কালাহান্ডি একেরপর এক বিরামহীন শবের মিছিল।


প্রিয় স্বজন,
ভারত এখন শ্মশান ভূমি। দানা মাঝির কাঁধে আমাদের শব দেহ। ক্রমাগত চলছে এই মৃতের মিছিল। মুজফরনগর, হায়দ্রাবাদ, উনা, কালাহান্ডি একেরপর এক বিরামহীন শবের মিছিল। আমরা একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি।

এবার থামাতে হবে এই শ্মশানের গান। বাঁচতে হলে একেবারে বাঁচার মত বাঁচো। নতুবা তফাৎ যাও।

Dalit-Bahujan Solidarity Movement, West Bengal এর পক্ষ থেকে আমরা এই শ্মশান যাত্রাকে রুখে দেবার জন্য ডাক দিয়েছি। ইতি মধ্যে নানা সংগঠনের সাথে আমাদের আলোচনা হয়েছে। সংগঠিত হয়েছে দীপ্ত মিছিল।

এবার আমরা এই স্বাধিকার আন্দোলনকে একটি পরিকল্পিত রূপ দিতে চাই। স্বাধিকার আন্দোলনের পক্ষে গঠন করতে চাই একটি কোর কমিটি। প্রতি জেলা থেকে পেতে চাই দৃঢ়চেতা বলিষ্ঠ কর্মী ও নেতা।

আমরা আন্দোলনকে আরো তীব্রতর করে তোলার জন্য আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে প্রত্যেক জেলার কর্মীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করতে চাইছি।

আপনাদের সুচিন্তিত মতামত দিন। 
জয় ভীম, জয় ভারত 
Dalit-Bahujan Solidarity Movement, West Bengal

Image may contain: 5 people , text
--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: