Thursday, September 1, 2016

Yashodhara Ray Chaudhuri সকালের দিকের ব্রেকিং নিউজ বিকেলের খবরের তোড়ে হারিয়ে যায়। বিকেলে যা ঘটেছে ঐতিহাসিক। সকালে খাল থেকে তোলা ১২ বছরের ধর্ষিতার মৃতদেহটি ঐতিহাসিক নয় কারণ কলকাতার লোকের বাম অঙ্গ ডান অঙ্গ দুইই পড়ে গেছে বহুদিন ধরেই । দিল্লি যেভাবে নির্ভয়ার জন্য নেমেছিল সেভাবে আর কলকাতাবাসী নামতে পারে না।


Yashodhara Ray Chaudhuri

সকালের দিকের ব্রেকিং নিউজ বিকেলের খবরের তোড়ে হারিয়ে যায়। বিকেলে যা ঘটেছে ঐতিহাসিক। সকালে খাল থেকে তোলা ১২ বছরের ধর্ষিতার মৃতদেহটি ঐতিহাসিক নয় কারণ কলকাতার লোকের বাম অঙ্গ ডান অঙ্গ দুইই পড়ে গেছে বহুদিন ধরেই ।
দিল্লি যেভাবে নির্ভয়ার জন্য নেমেছিল সেভাবে আর কলকাতাবাসী নামতে পারে না।

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments: