Monday, July 18, 2016

যেতে হবে শরদিন্দু উদ্দীপন


যেতে হবে
শরদিন্দু উদ্দীপন

যেতে হবে আরো কিছু দূরে
আরো কিছু অগম প্রান্তর 
আনাবিষ্কৃত মেরুচূড়া 
পেঙ্গুইন ঈপ্সিত 
অনন্ত আরো কিছু অসম নুড়ির সন্ধানে 
যেতে হবে।

পথ পড়ে আছে বিস্তর
দুস্তর দুরন্ত উৎরাই 
আঁতেলের অপকীর্তি 
প্রত্যয় কুয়াশানিলীন 
পড়ে আছে এই পথে 
কালান্তক সাপেদের বিষাক্ত খোলস।
বহুতর পৃথিবীর ঊর্ধ্বতন ভাঁড় 
ভাগাড়ে ভাঁড়ার ভরে গেছে

শ্রান্তি কেন ?
বুকে বাঁধ সাহস কাঁচুলি 
তারপর হেঁটে চলো 
কেমন সহজে হাঁটা যায়।

এখনো যক্ষের গাছে অনিকেত ফুল
ফাগুয়ার পরাগ বাহার
প্রজাপতি ঝিলমিল সরল বৈকালী 
একনো অলক্ষ্যে আছে 
জোনাকির গাঢ় তমোবোধ।

যেতে হবে
আরো কিছু অগম প্রান্তর 
নীল নীল শৈবাল 
অতলান্তিক সফেন সৈকত 
ঈপ্সিত নুড়ির খোঁজ 
পেঙ্গুইন পেয়ে যাবে
চলো যেতে যেতে



No comments: